মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার ৪ নম্বর ধুম ইউনিয়নে মরহুম কবির উদ্দিন মেম্বার স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন হয়েছে। শুক্রবার রাতে বাংলাবাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন।
টুর্নামেন্টের পৃষ্টপোষক এম এ হায়দার বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলী হায়দার টিপুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বারইযারহাট পৌরসভা বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজী, মিরসরাই প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আলম, ধুম ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মেজবা উল হক মানিক, উপজেলা বিএনপির সদস্য শাহীনুল ইসলাম স্বপন, সমাজসেবক হাজী মহসিন আলী, মহাজন হাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজমল হোসেন, ধুম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুল করিম, ধুম ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মোজাম্মেল হোসেন, আইনুল কবির আলো, মাঈনুল ইসলাম, শামসুদ্দীন, গিয়াস উদ্দিন ফেয়ার, নাছির উদ্দীন প্রমুখ।
ফাইনালে প্রতিদ্বন্দ্বীতা করে বেস্ট এলিভেন শান্তিরহাট দল বনাম সূর্যমুখী দল। খেলার ফলাফলে বেস্ট এলিভেন শান্তিরহাট দল জয়লাভ করে।