মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার ১৪ নং হাইতকান্দি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. ইমাম উদ্দিন (৪৩) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম পার্কভিও হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। একইদিন রাত ৯টায় জানাযা শেষে হাইতকান্দি এলাকায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার ডোমখালী এলাকায় একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি ব্রেন স্ট্রোক করেন। সেখান থেকে উদ্ধার করে মিরসরাই সেবা আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় চট্টগ্রাম শহরের পার্কভিও হাসপাতালে আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণকেন্দ্র) চারদিন লাইফ সাপোর্টে থাকার পর তিনি মারা গেছেন। ইমাম উদ্দিন হাইতকান্দি এলাকার নুরুল আলমের পুত্র। মঙ্গলবার রাতে জানাযাপূর্ব আলোচনায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান, সদস্য আব্দুল আউয়াল চৌধুরী, উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, হাইতকান্দি ইউনিয়ন বিএনপির আহবায়ক ফজলুল হক ফজলু, ইউনিয়ন জামায়াতের আমীর মফিজুল হক। জানাযায় উপজেলার ১৬ ইউনিয়ন ও দুই পৌরসভার বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, জামায়াতের নেতা-কর্মী, পেশাজীবি নেতৃবৃন্দ জানাযায় উপস্থিত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী দুই মেয়ে ৩ বছর বয়সের একটি ছেলে রেখে গেছেন।
মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন বলেন, ইমাম উদ্দিন একজন পরিক্ষিত ও বিচক্ষণ নেতা ছিলেন। দীর্ঘ ১৭ বছর স্বৈরাচার শেখ হাসিনা বিরোধী সকল আন্দোলন সংগ্রামে অগ্রভাবে ছিলেন। গত শুক্রবার দিনব্যাপী উপজেলাজুড়ে বিভিন্ন গ্রোগ্রামে অংশগ্রহণ করেন। সন্ধ্যায় ডোমখালীতে একটি অনুষ্ঠানে বক্তব্যে রাখার সময় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। তার মৃত্যুতে দলের অপুরণীয় ক্ষতি হয়েছে।