মিরসরাই প্রতিনিধি :::
চট্টগ্রামের মিরসাই উপজেলা ক্রীড়া সংস্থা জেলা পর্যায়ের অনুর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালক-বালিকার প্রশিক্ষণ শুরু হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) দিনব্যাপী উপজেলার মিঠাছরা উচ্চ বিদ্যালয় মাঠে প্রশিক্ষণের উদ্বোধন করেন মিরসরাই উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম।
এসময় উপস্থিত ছিলেন, মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামশেদ আলম, মিরসরাই মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক দিদারুল আলম, মো. শাজাহান, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য তরিকুর রহমান বাবু, মো. আবু নছর।
আগামী শনিবার চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে সকাল ১১ টায় মিরসরাই উপজেলা বনাম রাঙ্গুনিয়া উপজেলা বালক দল এবং একই দিন বিকাল ২টায় মিরসরাই উপজেলা ক্রীড়া সংস্থা বনাম রাঙ্গুনিয়া উপজেলা ক্রীড়া সংস্থার বালিকা দল প্রতিদ্বন্ধিতা করবে।