মিরসরাই প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে মোহাম্মদ ইফতেখার সায়মুন নামে এক যুবককে অপহরণের পর মারধর করে ৫০ হাজার টাকা চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে। গতকাল সন্ধ্যায় উপজেলার আবুতোরাব বাজারে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, আবুতোরাব বাজার করতে যান সায়মুন। এসময় মঘাদিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক শাখাওয়াত হোসেন রিপন তার সাথে থাকা কয়েকজনকে বলেন সায়মন থেকে টাকা নিও ৫০ হাজার। এ কথা বলে সে চলে যায়। কিছুক্ষণ পর কয়েকজন এসে তাকে বাজার থেকে পাশ্ববর্তি ফকির গ্রাম এলাকায় নিয়ে মারধর করে আটকে রাখে। প্রথমে ১ লাখ টাকা দাবী করে, পরে ৫০ হাজার টাকা দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়।
ভুক্তভোগী ইফতেখার সায়মুন বলেন, ৪-৫জনের একটি গ্রুপ আমাকে জোরপূর্বক ধরে নিয়ে বেদড়ক মারধর করে। এরপর ১ লাখ টাকা চাঁদা দাবী করে। পরে আমি জীবন বাঁচাতে আমার অফিসে ফোনে করে ৩ মাসের বেতন বাবদ অগ্রিম ৫০ হাজার টাকা এনে তাদের দেওয়া হয়েছে। এর মধ্যে ৩০ হাজার টাকা বিকাশে ও ২০ হাজার ক্যাশ দেওয়া হয়েছে।
মঘাদিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক শাখাওয়াত হোসেন রিপন সায়মুন থেকে টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, সে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত রয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময় বড়তাকিয়া বাজারে আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে।
এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, এ ধরনের ঘটনা আমি অবগত নই। কেউ থানায় কোন অভিযোগও দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।