মিরসরাইয়ে গাঁজা ও বিদেশী মদসহ ২ মাদক কারবারি গ্রেফতার

116

 

মিরসরাই প্রতিনিধি::
মিরসরাইয়ে ৩০ কেজি গাঁজা, ৩টি বিদেশী মদসহ র‍্যাবের হাতে গ্রেফতার হয়েছে ২ মাদক কারবারি। এসময় মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি পিকাপ গাড়ি জব্দ করে র‍্যাব ৭।

সোমবার (২৮ অক্টোবর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার মিরসরাই পৌরসদরে ফুটওভার ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলো, ফেনী জেলার ছাগলনাইয়া থানার কবির আহম্মদের ছেলে করিমুল হক করিম (৩৬) ও কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার বাচ্চু মিয়ার ছেলে আরশাফুল ইসলাম (২৯)।

র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শরিফ উল আলম জানান, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে। আসামীদের জব্দকৃত মালামালসহ মিরসরাই থানায় হস্তান্তর করা হয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here