মিরসরাইয়ে বসতঘর নির্মাণে চাঁদা না দেওয়ায় হামলার অভিযোগ

153

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে বসতঘর নির্মাণে চাঁদা না দেওয়ায় হামলা অভিযোগ পাওয়া গেছে। উপজেলার মঘাদিয়া ইউনিয়নের গাজিটোলা এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে। এ বিষয়ে মিরসরাই থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী বৃদ্ধ মকসুদ আহম্মদ।

মকসুদ আহম্মদ জানান, আমার প্রবাসী ছেলে আমজাদ হোসেন নিজ জায়গায় ঘর নির্মাণ করছে। স্থানীয় সন্ত্রাসী নুরছাপা, আব্দুল মান্নান জোরপূর্বক ইট-বালু সাপ্লাই দিতে চায়। তাদের সাপ্লায় এর কাজ দিতে অপারগতা প্রকাশ করলে তারা চাঁদা দাবী করে। পরে বসতঘর নির্মানের কাজ করার সময় অকথ্য ভাষায় গালিগালাজ করে। এসময় প্রতিবাদ করলে তারা আমাদের উপর চড়াও হয়, হামলা চালায়। আমাদের শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, মঘাদিয়ার ঘটনায় থানায় একটি অভিযোগ দিয়েছে। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here