নিজস্ব প্রতিনিধি
মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর এলাকায় আজ শনিবার অন্য ব্র্যান্ডের লগো নকল করায় একটি চিপস তৈরির কারখানার মালিককে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়েছে।
মোবাইল কোর্ট পরিচালনা করেন মিরসরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম। মোবাইল কোর্ট পরিচালনা গ্রেস এগ্রো এন্ড কনজিউমার ফুডস নামক এই কারখানায় জিহাদ চিপস নামক অন্য একটি ব্র্যান্ডের লগো নকল করে চিপস মোড়কজাত করা হচ্ছিল দীর্ঘদিন ধরে।।
এই অপরাধে ফ্যাক্টরির মালিককে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইন্সটিটিউশন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড প্রদানপূর্বক আদায় করা হয়। একইসঙ্গে নকল লগোযুক্ত মোড়ক জব্দপূর্বক বিনষ্ট করা হয়েছে।