মিরসরাইয়ে মারুফ স্কুলের ৩ দিনব্যাপী বর্ণিল আয়োজন সম্পন্ন

99

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) থেকে শুরু হওয়া বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় তিনদিনব্যাপী এই ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ জানুয়ারি) বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. জিয়া উদ্দিন এবং একরামুল হকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন মিরসরাই থানার সেকেন্ড অফিসার শহীদুল্লাহ মামুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরিচালক কবি ও সাহিত্যিক সাইফুদ্দীন মীর শাহীন৷

২য় দিন স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহাদাত হোসেন ও রেহানা আক্তার রুমার যৌথ সঞ্চালনায় উদ্বোধকের বক্তব্য রাখেন মারুফ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি খায়রুল ইসলাম ভুঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মারুফ সংস্থার সভাপতি মাস্টার রেজাউল করিম, মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিম উদ্দিন ভূঁইয়া, মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও মিরসরাই উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য এম মাঈন উদ্দিন, মারুফ সংস্থার সাবেক অর্থ সম্পাদক এডভোকেট ওমর ফারুক শাহ, মিঠাছরা বাজার কমিটির সভাপতি কামাল উদ্দিন প্রমুখ।

৩য় দিন গতকাল বুধবার (২৯ জানুয়ারি) বিকাল ৩টায় শুরু হয় বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এ সময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোমিন উদ্দিনের সঞ্চালনায় মারুফ ফাউন্ডেশন ট্রাস্টের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজ জেরিন৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান, উপজেলা শিক্ষা কর্মকর্তা একে এম ফজলুল হক, মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান মজুমদার, মারুফ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি খায়রুল ইসলাম ভুঁইয়া, রাজউক উত্তরা মডেল কলেজের সহকারী অধ্যাপিকা শামীমা ইয়াছমিন মিথিলা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম প্রমুখ৷ এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন৷ এছাড়া বিদায়ী শিক্ষকরা অনুভূতি প্রকাশ করেন৷

এসময় অতিথিরা বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা ক্রেস্ট, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১১০ টি ইভেন্টে অংশগ্রহনকারী বিজয়ী, শ্রেষ্ঠ শিক্ষার্থী, এসএসসিতে কৃতি শিক্ষার্থী এবং শৃঙ্খলার দায়িত্বে থাকা স্কাউটস, গার্লস গাইড দল, স্কুলের ডিবেট ক্লাব ও ক্রীড়া ক্লবের হাতে পুরষ্কার তুলে দেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নাজিম উদ্দিন জানান, শিক্ষার্থীদের ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় সুপ্ত বিকাশের লক্ষ্যে এটি বাৎসরিক ধারাবাহিক কার্যক্রম। অত্র উপজেলায় একমাত্র আমাদের প্রতিষ্ঠান বৃহৎ পরিসরে তিনদিনব্যাপী ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান স্কুল প্রতিষ্ঠার পর থেকে ধারাবাহিকতা বজায় রেখেছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here