মিরসরাইয়ে মিঠাছরা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

92

 

মিরসরাই প্রতিনিধি:::
মিরসরাইয়ের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মিঠাছরা উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী চলা বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিকেলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জামশেদ আলমের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক কামরুল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান, উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী কে এম সাইদ মাহমুদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা একেএম ফজলুল হক, মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, মিরসরাই সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আনোয়ারুল হক, সাবেক আহবায়ক মফিজ উদ্দিন, মিরসরাই সদর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক রবিউল হোসেন, বিএনপি নেতা এম জাহেদ ভূঁইয়া আরিফ।

আলোচনা সভা শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৬৫টি ইভেন্টে বিজয়ীর মাঝে পুরস্কার ও বিদ্যালয়ের ১৫ মেধাবী শিক্ষার্থীর হাতে মেধাবৃত্তি তুলে দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন বলেন, পড়ালেখার পাশাপাশি মিঠাছরা উচ্চ বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক দিক থেকেও অনেক এগিয়ে যাচ্ছে। শিক্ষার্থীরা যাতে করে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে পারে সেজন্য শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও ভূমিকা রাখতে হবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here