
মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে অভিযান চালিয়ে ওয়ান শুটারগান, গুলি ও বিপুল পরিমাণ ধারালো দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী মহিন উদ্দিনকে আটক করেছে র্যাব-৭। র্যাব-৭ কতৃক অভিযান পরিচালনা করে সোমবার(১৬সেপ্টেম্বর)মিরসরাইয়ের তুলাবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সহকারী পুলিশ সুপার ও র্যাবের সহকারী পরিচালক(মিডিয়া)মো.মাশকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।আটক মহিন উদ্দিন উপজেলার তুলাবাড়িয়া এলাকার মো.নুরুল ইসলামের ছেলে।
অভিযানে নির্মাণাধীন ভবন থেকে সুকৌশলে লুকিয়ে রাখা দুটি ওয়ান শুটারগান, ৬ রাউন্ড গুলি, ৯টি রামদা, একটি চাপাতি, একটি চাইনিজ কুড়াল এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
