মিরসরাইয়ে সরিষার বীজ ও সার পেল সহস্রাধিক কৃষক

44

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে ২০২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে সরিষার আবাদ বৃদ্ধির লক্ষ্যে সহস্রাধিক কৃষকের মাঝে বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এডিপি ফান্ডের অর্থায়নে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক মাহফুজা জেরিন।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়ের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন , উপজেলা প্রকৌশলী রনি সাহা, উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা কাজী নুরুল আলম।

উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় জানান, উপজেলার প্রায় ১ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে এডিপি ফান্ডের অর্থায়নে এক কেজি করে সরিষার বীজ, ৪ কেজি জিপসাম ও ৫০০ গ্রাম বোরণ বিতরণ করা হয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here