মিরসরাইয়ে ৫শতাধিক রোগী পেলো বিনামূল্যে চক্ষু চিকিৎসা

61

 

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে ফ্রি চক্ষু চিকিৎসা পেয়েছে ৫ শতাধিক রোগী। এছাড়া ১১০জন চানি পড়া রোগীকে আগামী ৭ ফেব্রুয়ারি ফ্রি অপারেশনের জন্য বাছাই করা হয়। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দিনব্যাপী উপজেলার ৭নং কাটাছড়া ইউনিয়নের বামনসুন্দর ঈদগাহ ফারুকিয়া দাখিল মাদরাসা মাঠে ক্লিফটন গ্রুপের সৌজন্যে লায়ন্স ক্লাব অব চিটাগাং মিরসরাই ও চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, লায়ন্স ক্লাব অব চিটাগং মিরসরাইয়ের ডিরেক্টর লায়ন তাহের আহমেদ, লায়ন এজেডএম সাইফুল ইসলাম টুটুল, লায়ন মঈন উদ্দিন মনি, সদস্য লায়ন শওকত আকবর সোহাগ, লায়ন্স ক্লাব চিটাগং মিরসরাইয়ের সভাপতি রাখাল চন্দ্র নাথ, সদস্য লায়ন সেলিম উদ্দিন, অদম্য যুব সংঘের সভাপতি নিয়াজ মুহাম্মদ সাজিদ, কবি ও সাহিত্যিক মোঃ মহিউদ্দিন, জামায়াতে ইসলামীর ৮নং ওয়ার্ড সভাপতি হাফেজ মো: নুর উদ্দিন, বিএনপি নেতা আবু হানিফ ভূঁইয়া, মো. শাহজাহান, সমাজ সেবক মো. দিদারুল ইসলাম, লিও আইনুল ইসলাম চৌধুরী, লিও রায়হান উদ্দিন, লিও তুহিন, লিও আবিদ।
লায়ন্স ক্লাব অব চিটাগং মিরসরাইয়ের ডিরেক্টর লায়ন এজেডএম সাইফুল ইসলাম টুটুল বলেন, ক্লিফটন গ্রুপের সৌজন্যে প্রতিটি মানুষের চোখে আলো ফিরিয়ে দিয়ে এই ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিচালনা করা হয়েছে। এসময় ৫শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা দেওয়া হয়। এছাড়া ১১০ জন চানি পড়া রোগীকে বাছাই করা হয়েছে। চানি পড়া রোগীদের বিনামূল্যে অপারেশন করা হবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here