মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের ঐতিহ্যবাহী শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান আবুতোরাব বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সংস্কৃতি ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। দুইদিন ব্যাপী অনুষ্ঠানের প্রথমদিন (৬মার্চ) ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দ্বিতীয়দিনের (৭মার্চ) অনুষ্ঠানে সংস্কৃতি অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এম আলা উদ্দিনের সভাপতিত্বে ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মোহাম্মদ হাসানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মো. ইসমাঈল খান।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা বিভাগের অধ্যাপক সৈয়দ সাইফুল কবির। অনুষ্ঠানে স্বাগতম বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মর্জিনা আক্তার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসীম উদ্দিন, মিরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার মন্ত্রনালয়ের নির্বাহী প্রকৌশলী রিদোয়ান চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী দেলওয়ার হোসেন, মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহম্মদ নিজামী, মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার, উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক নুরুল গনি, সহ-দপ্তর তোফায়েল উল্লাহ চৌধুরী নাজমুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল ইকবাল চৌধুরী, মায়ানী ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু হেনা বাদশা, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্বারক ক্রেষ্ট তুলে দেন বিদ্যালয়ের শিক্ষক, পরিচালন পরিষদের সদস্য ও শিক্ষার্থীবৃন্দ।
ছবির ক্যাপসনঃমিরসরাইয়ের আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের বার্ষিকী ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মো. ইসমাঈল খান।