মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের আবুরহাট মুনিরুল ইসলাম মাদ্রাসার ১১২ তম বার্ষিক মাহফিল সম্পন্ন হয়েছে। মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত দিনব্যাপী মাহফিল আবুরহাট মুনিরুল ইসলাম মাদ্রাসার মুহতামিম মাওলানা শহীদুল ইসলামের সার্বিক তত্বাবধানে এবং মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ¦ আতাউল হকের সভাপতিত্বে প্রধান ওয়ায়েজ ছিলেন যাত্রাবাড়ী জামিয়া তালীমিয়া আদর্শনগর মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা হাফিজুর রহমান ছিদ্দিকী কুয়াকাটা। এছাড়াও ওয়ায়েজ হিসেবে অংশ নেন মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, ফেনী লালপোল সোলতানিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা ক্বারী কাসেম, ফেনী জামেয়া হোসাইনিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা কাসেম, মীরওয়ারিশপুর মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ আলী, বাবুনগর মাদ্রাসার মাওলানা আব্দুস সালাম প্রমুখ।
প্রধান ওয়ায়েজিন মাওলানা হাফিজুর রহমান ছিদ্দিকী বলেন, ইসলামে নির্দেশিত পথে সবাইকে চলতে হবে। আমাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে হলে ইসলামের বিকল্প নেই। ইসলাম শান্তির ধর্ম। এই ধর্মের অনুসারীরা কখনো খারাফ কর্মকান্ডে জড়াতে পারে না। তাই আমাদের উচিত হযরত মোহাম্মদ (সঃ) জীবনাদর্শ মেনে চলা।
ছবির ক্যাপসনঃ মিরসরাইয়ের আবুরহাট মুনিরুল ইসলাম মাদ্রাসার ১১২ তম বার্ষিক মাহফিলে ওয়াজ করছেন মাওলানা হাফিজুর রহমান ছিদ্দিকী।