মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার ওছমান ইউনিয়নের জায়গা সংক্রান্ত বিরোধের জেরে এক আওয়ামী লীগ নেতার উপর হামলা করেছে সন্ত্রাসীরা
আজ বুধবার দুপুর ২ টার দিকে জোরারগঞ্জে অবস্থিত চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এই ঘটনা ঘটে।এতে গুরুতর আহত হন ওচমান ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী।
আহত জাহাঙ্গীর কবিরের ভাতিজা সোহরাব হোসেন বলেন,বহিষ্কৃত যুবলীগ নেতা শাহীন এবং শিবির কর্মী মীরন তার চাচাকে হত্যার জন্য আজ দুপুরের দিকে জোরারগঞ্জ বাজারে ভাড়াটে সন্ত্রাসীর মাধ্যমে তার গুরুতর আহত করেন।তাকে আশংকা জনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় জোরারগঞ্জ থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান আহত জাহাঙ্গীর কবিরের বড় ভাই শাহাজাহান চৌধুরী।