
নিউজ ডেস্ক..
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ওয়ার্ড পর্যায়ে বর্ধিত সভা ও উঠান বৈঠকের আয়োজন করছে দলটি। এ লক্ষ্যে শনিবার বিকাল ৩টায় ওয়াহেদপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে নিজামপুর সরকারী কলেজের ১৪ নং কক্ষে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ওয়াহেদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল কবির ফিরোজের সঞ্চালনায় ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হাসাট টিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান।
এছাড়াও অন্যান্যদের মধ্যে মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়েরুল আলম খায়ের, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী , মিরসরাই উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মাইনুল ইসলাম রানা, ওয়াহেদপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফুল কামাল মিঠু, সহ-সভাপতি আলমগীর, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল ইকবাল চৌধুরী, সহ-সভাপতি সাইফুল ইসলাম নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ ইমরান চৌধুরী, নিজমাপুর কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম আরিয়ান, ওয়াহেদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আমজাদ হোসেন, ছাত্রনেতা রুপম, সাখাওয়াত, সাইফুল ও সাংগঠনিক সম্পাদক রায়হান সহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তরা বলেন, সরকারের উন্নয়নের বার্তা জনগণের নিকট পৌছে দিয়ে সকলকে একসাথে কাজ করতে হবে তাহলে আগামী দিনের নৌকার জয় নিশ্চিত হবে। দেশ এবং জাতির উন্নয়নের স্বার্থে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও সকলকে সকল ভেদাভেদ ভুলে গিয়ে এক সাথে কাজ করতে হবে।
