
মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের হিঙ্গুলী কদমতলা ইসলামীয়া দাখিল মাদ্রাসায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও প্রাক্তন সুপার সহ ৪জন শিক্ষককের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে মাদ্রাসা মাঠে মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা বোরহান উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক হাজ্বী মহসিন আলী।

শিক্ষকদের পক্ষ থেকে মাওলানা রুহুল আমিন ও প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে মোঃ জসীম উদ্দিন বক্তব্য রাখেন। পরে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী সাবেক সুপার মাওলানা এজেডএম নেছার উদ্দিন সহ ৪জন শিক্ষককে ক্রেষ্ট, উপহার সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়।
