মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার ১ নং করেরহাট ইউনিয়নের পরিষদের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার চাল বিতরণ করা হয়েছে। সোমবার (২৯ জুন) সকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এসব চাল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, ইউপি সদস্য শহীদ উল্লাহ, আজাদ উদ্দিন, বেলাল উদ্দিন, ফেয়ার আহম্মদ মিন্টু সহ সবাই।
চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন বলেন, আমাদের প্রিয় অভিবাবক ৭ বারের নির্বাচিত এমপি সাবেক সফল মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং ওনার সুযোগ্য সন্তান আমাদের আগামীর এমপি মাহবুব রহমান রুহেল ভাই আধিবাসীদের কথা চিন্তা করে ওনাদের জন্য চাউল বরাদ্দ দেওয়ার ব্যবস্থা করেন। এছাড়া আধিবাসীদের যাতায়াতের জন্য ওদের রাস্তা ঘাট স্পেশালভাবে করে দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে রুহেল ভাইয়ের নির্দেশে ইউনিয়ন পরিষদ থেকে সাহেবনিখিল আধিবাসীদের রাস্তার ইট বসানোর জন্য ৫ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।