মিরসরাইয়ের করেরহাটে উদ্দীপন এর শাখা উদ্বোধন

248


মিরসরাই প্রতিনিধি
জাতীয় পর্যায়ের উন্নয়ন মুলক সংস্থা উদ্দীপন এর মিরসরাই উপজেলার করেরহাট শাখার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১১ ডিসেম্বর) সকালে করেরহাট ছত্তরুয়া এলাকায় দেশের ৩২০তম ও চট্টগ্রাম অঞ্চলের ৫৫তম শাখার অফিস শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি সংস্থার ফিল্ড অপারেশন এন্ড ম্যানেজমেন্টের পরিচালক মুহাম্মদ মনিরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফাষ্ট সিকিউরিটি ব্যাংক করেরহাট শাখার ব্যবস্থাপক আওলাদ হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার চট্টগ্রাম জোন এর জোনাল ব্যবস্থাপক মোঃ মোর্ত্তাজুল হক, প্রধান কার্যালয়ের কর্মকর্তা জহিরুল ইসলাম, ফেনী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ মনিরুজ্জামান, করেরহাট শাখার ব্যবস্থাপক মোঃ রফিকুল ইসলাম, ফেনী অঞ্চলের আঞ্চলিক অর্থ ব্যবস্থাপক মোঃ শরীফুল ইসলাম, ছাগলনাইয়া শাখার ব্যবস্থাপক মোঃ আব্বাস উদ্দিন, করেরহাট বাজার পরিচালনা কমিটির অর্থ সম্পাদক আলাউদ্দিন সহ সংস্থার কর্মকর্তা ও গ্রাহকবৃন্দ।
অনুষ্ঠানের প্রধান অতিথি মুহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ১৯৯৪ সালে দেশের চাহিদা ও দারিদ্র দূরীকরণ এবং আপামর নারী সমাজের উন্নয়ন, ক্ষমতায়নের লক্ষ্যকে সামনে রেখে উদ্দীপন প্রতিষ্ঠিত হয়। বর্তমানে উদ্দীপন তাঁর বিভিন্ন উন্নয়নমূখী কর্মসূচী মাইক্রোফাইন্যান্স, শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য সেবামূলক কার্যক্রম গ্রহণ করার মাধ্যমে দেশের উৎপাদন বৃদ্ধি মাথাপিচু আয়, শিক্ষার হার বৃদ্ধি ইত্যাদিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here