মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী করেরহাট বাজারে মিষ্টি জগতে অনন্য ও প্রসিদ্ধ বনফুলের শোরুমের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১০ জুন) করেরহাট বাজারের হাজ¦ী ফিতা কেটে ও দোয়া মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সুলতান গিয়াস উদ্দিন জসিম, সাধারণ সম্পাদক শেখ সেলিম, সামস ফুডের চেয়ারম্যান মিজানুর রহমান, বনফুলের কুমিল্লা জোনের ডিজিএম ফরিদ আহমেদ, করেরহাট বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি আব্দুর রহিম, সাইনিং স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান সৈয়দ আলিম উদ্দিন, সাইনিং স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল ইমাম হোসেনসহ বাজারের বিভিন্ন ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বনফুল করেরহাট শো রুমের অন্যতম পরিচালক শাহাদাত হোসেন সোহরাব বলেন, এতদ অঞ্চলের মানুষের কথা চিন্তা করে আমরা করেরহাট বাজারে বনফুলের শোরুম দিয়েছি। দেশের অন্যতম বনফুল এন্ড কোং এর করেরহাট শো রুমে সকল ধরনের মিষ্টিসহ কোম্পানীর সকল পণ্য এখানে মিলবে।