মিরসরাইয়ের করেরহাটে মাটি কাটার স্কেবেটর ও ট্রাক জব্ধ, ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

255

 

মিরসরাই প্রতিনিধি
প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে রাতের আধারে ফসলী জমি থেকে মাটি কাটার সময় দুটি স্কেবেটর ও দুটি ট্রাক জব্ধ করেছে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) রাশেদুল ইসলাম তানজির। শনিবার রাত ৮ টার দিকে করেরহাট ইউনিয়নের সাবেনিখিল ঘেড়ামারা আশ্রয়ন প্রকল্প এলাকা থেকে এগুলো জব্ধ করা হয়। এমময় ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) রাশেদুল ইসলাম তানজির জানান, শনিবার সন্ধ্যায় মাটি কাটার খবর পেয়ে করেরহাটের সাবেনিরখীল এলাকায় ছুটে যাই।এসময় ফসলী জমি থেকে কাটারর সময় ২ টি ট্রাক, ২ টি স্কেভেটর জব্ধ করে মেম্বারের জিম্মায় দিয়েছি। জব্ধ করা স্কেবেটর ও ট্রাকগুলো স্থানীয় জামাল উদ্দিন নামের একজনকে ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here