
মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের করেরহাট ফুটবল লীগের (কেপিএল) এর ফাইনালে দক্ষিণ অলিনগর ক্রীড়া সংঘ ফুটবল একাদশ। রবিবার (৭ জুলাই) বিকেলে করেরহাট কেএম উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সেমিফাইনালে সেতু বন্ধন ২০১৮কে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে অলিনগর ক্রীড়া সংঘ।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করেরহাট বাজার কমিটির সাধারণ সম্পাদক, আওয়ামীলীগ নেতা মোঃ কামরুল হোসেন। বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন করেরহাট কেএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাহার উদ্দিন, মিরসরাই প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন। এসময় আরো উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির উপদেষ্টা আরফীন নাহিদ, আহবায়ক জাকারিয়া মহিম, যুগ্ন সচিব সাহেদ নাজম সাকিব, মাইন উদ্দিন, শরীফুল ইসলাম জুয়েল। বিজয়ী দলের মানিক ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন।