মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী করেরহাট বাজার পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। গত ২৭ জানুয়ারি পূর্বের কমিটির মেয়াদ শেষ হওয়ায় বাজারের সকল ব্যাবসায়ীদের মতামত নিয়ে আগামী ৩ বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়। করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়নকে সভাপতি, মোঃ আব্দুর রহিমকে সহ-সভাপতি ও মোঃ কামরুল হোসেনকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। কমিটিতে অন্যরা হলেন যুগ্ম সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, অর্থ সম্পাদক মোঃ আলা উদ্দিন মিয়াজী, পরিবেশ বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন, সদস্য মোঃ জমির উদ্দিন, জসীম উদ্দিন, নিজাম উদ্দিন, আব্দুর রহমান, একরামুল হক, জাবেদ আহমেদ ও ফজলুল হক ভূঁইয়া মামুন।
ছবির ক্যাপসনঃ মিরসরাইয়ের করেরহাট বাজার কমিটির নেতৃবৃন্দ।