মিরসরাইয়ের কয়লায় ইঞ্জিনিয়ার মোশাররফের রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

409

 

মিরসরাই প্রতিনিধি

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির সুস্থ্যতা, দীর্ঘায়ু কামনায় কোরআন, খতম ইউনুছ খতম, দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ( ৫ নভেম্বর) বেলা ১১ টা থেকে উপজেলার করেরহাট ইউনিয়নের কয়লা আওয়ামী লীগের উদ্যোগে এসব ককর্মসূচি পালন করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সদস্য আফছার হোসেন চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইউপি সদস্য মহিউদ্দিন মেম্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, বারইয়ারহাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাব উদ্দিন আক্রমী, শাখাওয়াত উল্লাহ রিপন, করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসীম, সাধারণ সম্পাদক মোঃ শেখ সেলিম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এস এম আবুল হোসেন, দপ্তর সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন, সদস্য আনোয়ার হোসেন চৌধুরী সুজন, আলী আহসান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আনিসুর রহমান, মিরসরাই সদর ইউনিয়ন সভাপতি শামসুল আলম দিদার উপজেলা যুবলীগের সভাপতি প্রার্থী মাইনুর ইসলাম রানা, সাধারণ সম্পাদক প্রার্থী ইব্রাহিম খলিল।এসময় উপস্থিত ছিলেন করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ইমরুল আলম, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, মহিউদ্দিন কিরণ, আওয়ামী লীগ নেতা শাহাব উদ্দিন, জামাল উদ্দিন ভূঁইয়া, ইউনিয়ন যুবলীগের সভাপতি হেদায়েত উল্লাহ সহ ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ যুবলীগ নেতৃবৃন্দ।

উল্লেখ্য, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন করোনায় আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here