মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের চৌধুরীহাট বঙ্গবন্ধু স্মৃতি সংসদের আয়োজনে সংগঠনটির সিনিয়র একাদশ বনাম জুনিয়র একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে চৌধুরী হাট বাজার সংলগ্ন মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলার উদ্বোধন করেন জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রেজাউল করিম মাষ্টার। চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মানারাত আহমদ চৌধুরী বাবু সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মকছুদ আহমদ চৌধুরী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং ওর্য়াড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাপস সিংহ, উপজেলা ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক ফজলে রাব্বি তানিম,জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি লিটন,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহেদুল ইসলাম সুজন।
এসময় আরো উপস্থিত ছিলেন মিরসরাই সমিতি ওমানের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রনি,আওয়ামী লীগ নেতা একরাম,ইউনিয়ন যুবলীগ নেতা রিয়াজ উদ্দিন,উপজেলা যুবলীগ সদস্য নুরুউদ্দিন,সুকুমার বণিক,যুবলীগ নেতা আরিফ,সেকান্তর,ইউনিয়ন ছাত্রলীগ সহ-সভাপতি রবিউল হোসেন রায়হান,শামীম ওছমান,যুগ্ন-সম্পাদক সেফায়েত হোসেন,সামাজিক সংগঠন আর্দশ বন্ধু ফোরামের সাধারণ সম্পাদক নুর নবী সহ অন্যান্য নেতৃবৃন্দ
খেলায় সিনিয়র একাদশকে ১-০ গোলে পরাজিত করে সিনিয়র একাদশ।খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন জোরারগঞ্জ আর্দশ উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক বাবু নিতাই চন্দ্র দাশ।