মিরসরাইয়ের দুঃস্থদের মাঝে আনন্দ সংঘের খাদ্য সামগ্রী বিতরণ

484

 

মিরসরাই প্রতিনিধি
মহামারি করোনাভাইরাস প্রতিরোধে কর্মহীন সাধারণ খেটে খাওয়া দরিদ্র মানুষদের সহায্যের হাত বাড়ালো উপজেলার সেবামূলক সংস্থা আনন্দ সংঘ। উপজেলার মায়ানী ইউনিয়নের আনন্দের বাজার অবস্থিত সংগঠনটির সদস্যদের সার্বিক সহযোগিতায় প্রায় ৪০টি হত-দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে খাদ্যদ্রব্য তুলে দেয়া হয়।

রিকশা চালক, দিনমজুর বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে চাল-ডাল, পেয়াঁজ, আলু, সাবান, তৈল প্রয়োজনীয় ঔষধসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিতরণ করা হয়।

সামাজিক দুরত্ব বজায় রাখতে আনন্দের বাজারে বিভিন্ন দোকানের সামনে গোল চিহৃ দিয়ে মানুষকে সচেতন করা হয়। এবং মাস্ক ও হ্যান্ডসেনিটাইজার বিতরণ করা হয়।

সংগঠনটির উদ্যোক্তা ইসানুল কিবরিয়া বলেন, আনন্দ সংঘের সদস্যদের অক্লান্ত পরিশ্রমে আমাদের একার্যক্রম অব্যাহত রেখেছি। অতীতের মতো আমাদের সদস্যদের ব্যক্তিগত তহবিল এবং সামাজিক বিভিন্ন মাধ্যম থেকে অর্থ সংগ্রহ করে আমাদের ত্রাণ তহবিল গঠন করা হয়। মহামারি করোনা ভাইরাস সংকট মোকাবেলায় সাধারণ খেটে খাওয়া মানুষদের জন্য আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় খাদ্যদ্রব্য পৌছে দেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here