মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের ধুমে অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী নিজাম উদ্দিন। তার ব্যক্তিগত অর্থায়নে ১১৫ পরিবার ও নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন ১৫০ পরিবার সহ ২৬৫ পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি পৌছে দেয়া হয়।
গাজী নিজাম উদ্দিন বলেন, মহামারি করোনাভাইরাস এর কারণে অনেক শ্রমজীবি মানুষ কর্মহীন হয়ে পড়েছে। তাদের পরিবারের লোকজন নিয়ে চলতে অনেক কষ্ট হচ্ছে। আমরা যারা বিএনপির রাজনীতির সাথে জড়িত তারাও বিগত ১২ বছর মামলা, হামলায় জর্জরিত। তারপরও নিজের ক্ষুদ্র সামর্থ থেকে অসহায়দের সহায়তা করেছি। আমি সমাজের সকল বিত্তবান ব্যক্তি প্রতিষ্ঠানের প্রতি দল-মত নির্বিশেষে সকল অসহায় মানুষদের সাধ্য অনুযায়ী সহযোগীতার জন্য অনুরোধ করছি।