মিরসরাইয়ের বারইয়ারহাটে ইয়াবাসহ আটক-৩

229

 

নিজস্ব প্রতিনিধি

মিরসরাইয়ের বারইয়ারহাটে ১০৪ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। রবিবার (২৫ আগষ্ট) রাতে বারইয়ারহাট পৌর বাজার থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো জামালপুর গ্রামের জয়নাল আবেদীনের পুত্র সাইফুল ইসলাম, সোনাপাহাড় গ্রামের মকবুল আহম্মদের পুত্র মিন্টু মিয়া, নোয়াখালীর সুদারাম উপজেলার সাখেরহাটের আবছার উদ্দিনের পুত্র মো হাসান।

জোরারগঞ্জ থানার ওসি (তদন্ত) মোজাম্মেল হোসেন জানান, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বারইয়ারহাট বাজারে অভিযান চালিয়ে সাইফুল ইসলামের কাছ থেকে ২৭ পিস, মিন্টু মিয়ার কাছ থেকে ২৫ পিস ও হাসানের কাছ থেকে ৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here