মিরসরাই প্রতিনিধি
করোনাভাইরাসের এই দুর্যোগ সময়ে হতদরিদ্র, সুবিধা বঞ্চিত মানুষের মাঝে সরকারী, বেসরকারি ও দলীয় ত্রাণ বিতরণের জন্য সমন্বয়ের লক্ষ্যে গঠিত মিরসরাই উপজেলার ১১ নং মঘাদিয়া ইউনিয়ন ত্রাণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) সন্ধ্যায় মঘাদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মিহির কান্তি নাথ, সদস্য নুরুল গনি, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তোফায়েল উল্ল্যা চৌধুরী নাজমুল, উপেজলা আওয়ামীলীগের তথ্য, প্রযুক্তি বিষয়ক সম্পাদক আরিফ মাঈনুদ্দীন, মানবসম্পদ বিষয়ক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, বর্তমানে করোনাভাইরাসের মত প্রাণঘাতি মহামারি চলছে। ভাইরাসের প্রতিরোধ করতে সরকার বিভিন্ন উদ্যেগ গ্রহণ করছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেক হাসিনা নিজেই বিষয়টি গুরুত্বের সাথে তদারকি করছেন। মিরসরাইয়ে আমাদের প্রিয় নেতা ইঞ্জিনয়ার মোশাররফ হোসেনের নির্দেশে আমরা কাজ করে যাচ্ছি। তিনি সার্বক্ষনিক খোঁজখবর রাখছেন এবং মিরসরাইয়ের আগামীর কান্ডারী মাহবুব রহমান রুহেল সরেজমিনে ত্রাণ বিতরণ করছেন। মঘাদিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডে সুষ্ঠুভাবে ত্রাণ বিতরণের জন্য ওয়ার্ড সভাপতি, সাধারণ সম্পাদক এবং ইউপি সদস্যদের নিয়ে ৯ সদস্য বিশিষ্ট একটি কমিটির গঠন করা হয়েছে। কমিটির সকল সদস্যের স্বাক্ষরিত তালিকা অনুযায়ী ত্রান বিতরণ করা হবে। যাতে কোন হদদিরদ্র অসহায় এই তালিকা থেকে বাদ না পড়ে এবং একজন একাধিকবার ত্রাণ না পায় এই ব্যাপারে গুরুত্ব দেয়া হয়েছে।