মিরসরাই প্রতিনিধি
প্রাণঘাতী নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষে মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নে বিনামূল্যে হোমিওপ্যাথিক ঔষুধ বিতরণ করা হবে।
মঘাদিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য সাইফুল ইসলাম চৌধুরীর উদ্যোগে গাজিটোলা এলাকায় গরীব দুঃস্থ, অসহায় ব্যক্তিদের মাঝে এসব হোমিওপ্যাথিক ঔষুধ বিতরণ করা হবে।
হোমিও চিকিৎসক মো. ফয়জুল ইসলাম শিবলুর পরিচালনায় গাজিটোলা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিতরণ করা হবে।
ইউপি সদস্য সাইফুল ইসলাম চৌধুরী বলেন, এই ঔষধ সাধারণ মানুষের নিজস্ব যে শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে তাকে আরও বাড়িয়ে তুলতে সাহায্য করে। এর ফলে করোনার মত রোগের সঙ্গে লড়াই করার শক্তি দেহে বৃদ্ধি পাবে। এই ফ্রি ঔষদ বিতরণ কার্যক্রম করোনা মহামারী থাকাকালীন পর্যন্ত চলমান থাকবে।