মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের ১১ মঘাদিয়া ইউনিয়ন ছাত্রলীগের মেয়াদোত্তীর্ন কমিটি বিলুপ্ত করে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। বুধবার ( ১৬ অক্টোবর) উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেল ইকবাল চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বিষয়টি জানানো হয়েছে।
ছাত্রলীগ নেতা শামীম চৌধুরীকে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যরা হলো যুগ্ম আহবায়ক মেহেদী হাসান, আবু নছে রিপন, পায়েল আহমেদ চৌধুরী, শাখাওয়াত হোসেন বাবু।
উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেল ইকবাল চৌধুরী বলেন, কমিটি মেয়াদোত্তীর্ন হওয়ায় সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে কমিটি বিলুপ্ত করা হয়েছে। নতুন কমিটি গঠনের লক্ষ্যে আগামী ৬ ডিসেম্বর সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে।