
মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের ৪নং ধুম ইউনিয়নের মীনাবাজার এলাকায় চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সৌজন্যে মিনাবাজার প্রিমিয়ার লিগ(MPL) ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন হয়েছে। অনু্ষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মোঃ জহির উদ্দিন ইরান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের মোহাম্মদ জাহাঙ্গীর ভূঁইয়া । ফাইনাল খেলায় ওরা-১১জন দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে হার্ভার্ড হারিকেন।
খেলায় বিশেষ অতিথি ছিলেন ধুম ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ আনিসুর রহমান, মোঃ সাইফুদ্দিন চৌধুরী রুপম, মোঃ সাইফুদ্দিন সাইফ মেম্বার, কামরুজ্জামান রিপন মেম্বার, জনাব ইকবাল হোসেন মেম্বার প্রমুখ। এছাড়াও উক্ত খেলার শুরু থেকে শেষ পর্যন্ত খেলা কমিটির উপদেষ্টা হিসেবে সহযোগিতা করেছেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ সফি এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাগরিকা লৌহ পাইপ ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী শামসুউদ্দিন ভূঁইয়া । সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ মাইনুল ইসলাম, জামাল উদ্দিন, মুরাদ ,কুতুব উদ্দিন, নয়ন ,জয়নাল, শহীদ, নোমান, শুভ প্রমুখ।
