মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী সরকারহাট এন আর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য হয়েছেন যুবলীগ নেতা আশরাফুল কামাল মিঠু। সম্প্রতি তাকে বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য মনোনিত করা হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান। আশরাফুল কামাল মিঠু ওয়াহেদপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। রাজনীতির পাশাপাশি তিনি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, গরিবের মেয়ের বিয়েতে সাহায্য, অসুস্থ মানুষের চিকিৎসা সেবায় এগিয়ে আসা সহ দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকান্ড করে যাচ্ছেন। তিনি বিদ্যালয়ে শিক্ষার আরো মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন সহ সকল কর্মকান্ডে সকলের সহযোগীতা কামনা করেন। মিঠু দক্ষিণ ওয়াহেদপুর এলাকার বাসিন্দা ও বড়দারোগাহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালেক কোম্পানীর প্রথম পুত্র।