মিরসরাইয়ে অগ্নিকান্ডে খাদ্যের গোডাউন পুড়ে ছাই

347


মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে অগ্নিকান্ডে পোলট্রি ফার্মের একটি গোড়াউন পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) রাত ১টার দিকে উপজেলার ১১ নং মঘাদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাজির তালুক সারেংপাড়া গ্রামের ভাই ভাই পোলট্রি ফার্মের খাদ্যের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
ফার্মের মালিক শাহাদাত হোসেন জানান, রাত ১২টার পর তিনি গোডাউন বন্ধ করে যখন বাড়িতে যাওয়ার ১ ঘন্টা পর খবর পান যে গোডাউনে আগুন লেগেছে। গোডাউনে আগুন লাগার কারণ জানতে চাইলে তিনি বলেন, গোডাউনে আগুন লাগার কোন কারণ নাই। কেউ শক্রতাবশত আগুন লাগিয়ে দিয়েছে। আগুনে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সেরকর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর রবিউল আজম রবিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, দীর্ঘ প্রায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
অগ্নিকান্ডের সত্যতা স্বীকার করেছেন মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here