মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের করেরহাটে বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার আনুমানিক সন্ধ্যা সাড়ে সাতটার দিকে করেরহাট ইউনিয়নের ৫ নং ওয়ার্ড দক্ষিণ অলিনগর (উত্তর পাড়া) গ্রামের জাফর আহম্মেদ এর বাড়ির আমিন শরীফের ঘরে এ অগ্নিকান্ডে ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত আমিন শরীফ জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কে বা কারা তার বসতঘরে অগ্নিসংযোগ করে। মুহূর্তে আগুনের লেলিহান শিখা এতোটাই আকার ধারণ করেছিলো যে কোন প্রকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি। পৌনে এক ঘন্টার মধ্যে তার বাড়ির দলিল, কাগজপত্র, নগদ টাকা, স্বর্ণালংকার, ফার্ণিচারসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে ১০ ল টাকার য়তি হয়েছে বলে জানান। তিনি আরো জানান, তার ঘরে কোন বিদ্যুৎ সংযোগ ছিলোনা এবং রান্নাঘর ছিলো বিপরীত পাশে। এজন্য আগুনের সূত্রপাত সম্পর্কে তিনি কিছুই বলতে পারেননি। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
মিরসরাই ফায়াস সার্ভিস ষ্টেশন কর্মকর্তা তানভীর আহম্মেদ বলেন, আমরা অগ্নিকান্ডের বিষয়ে অবগত নয়।