মিরসরাইয়ে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই

305

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে অগ্নিকান্ডে ৩টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (৭ ফেব্রæয়ারি) রাতে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের চিনকিরহাট এলাকায় মাধব কবিরাজ বাড়ি এই ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা। ক্ষতিগ্রস্থরা হলো কালাচাঁন ভৌমিক, জনাদ্দন ভৌমিক, লিটন ভৌমিক।

ক্ষতিগ্রস্থ কালাচাঁন ভৌমিক জানান, শুক্রবার রাত সাড়ে ১১টায় বৈদ্যুতিক শর্র্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। তার আগেই তাদের ৩ পরিবারের প্রায় সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে ঘরে থাকা ১৪ ভরি স্বর্ণালংকার, নগদ ৬০ হাজার টাকা, ৩টি ফ্রিজ, ২টি কম্পিউটার, আসবারপত্রসহ সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই ফায়ার সাভির্স এন্ড ডিফেন্সের ষ্টেশন কর্মকর্তা তানভীর আহম্মদ। তিনি জানান, শুক্রবার রাতে হিঙ্গুলী ইউনিয়নের চিনকিরহাট এলাকায় একটি বাড়িতে আগুন লেগে ৩টি বসত ঘর পুড়ে গেছে। সরকারি হিসেব মতে ক্ষতিগ্রস্থদের প্রায় সাড়ে ৩ লাখ টাকা ক্ষতি হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here