মিরসরাইয়ে অগ্নিকান্ডে ৪টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

237

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে অগ্নিকান্ডে ৪টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (২ডিসেম্বর) গভীর রাতে মিরসরাই পৌরসদরের কোর্টরোড এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে আল্লার দান লাইব্রেরী, কোহিনুর কম্পিউটার, আল নূর লাইব্রেরী ও শরীফ হোটেল সম্পন্ন পুড়ে যায়। এতে প্রায় ৩০ লাখ টাবার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. মহিউদ্দিন বলেন, ‘বিভিন্ন ব্যাংক থেকে ২৫ লাখ টাকা ঋন নিয়ে এ ব্যবসা শুরু করেছি। অগ্নিকান্ডে এখন আমি প্রায় নিঃস্ব হয়ে গেছি’। শরীফ হোটেলের মালিক মামুন জানান, কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে কিছুই বুঝা যাচ্ছে না। হোটেলের আয় দিয়ে তাদের সংসার চলত। এখন তারা নিঃস্ব।
মিরসরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তানভীর আহমেদ জানান, তারা প্রায় এক ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসেন। দ্রুত আগুন নিয়ন্ত্রনে আসায় ভূমি অফিসের রেকর্ড রুমসহ আরো অনেকগুলো দোকান রক্ষা করা সম্ভব হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here