মিরসরাইয়ে অর্ধকোটি টাকার গার্মেন্টস পণ্য উদ্ধার

269

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে কাভার্ডভ্যান থেকে লুট করার সময় প্রায় অর্ধকোটি টাকা মূল্যের গার্মেন্টস পন্য (বেবি সুয়েটার) উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার জোরারগঞ্জ থানার চিনকী আস্তনা রেল ষ্টেশন এলাকা থেকে এসব পন্য উদ্ধার করা হয়। তবে পন্য লুটের সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। এই ঘটনায় ওই জোরারগঞ্জ থানার উত্তর সোনাপাহাড় এলাকার হোছেনুজ্জামানের পুত্র আনোয়ারুল আজিম বাবু ওরফে তেল বাবু (৫০) ও মোঃ লতিফের নাম উল্লেখ করে কাভার্ডভ্যানের চালক, হেলপার সহ অজ্ঞাত ৬-৭ জনের নামে জোরারগঞ্জ থানায় একটি মামলা (নং ৪) দায়ের করা হয়েছে। কাভার্ডভ্যানে করে পন্যগুলো ঢাকা থেকে চট্টগ্রাম শহরে যাচ্ছিলো।

জানা গেছে, আনোয়ারুল আজিম বাবুর নেতৃত্বে একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে বিভিন্ন গাড়ি চালকদের সাথে যোগসাজশে শাড়ি, লুঙ্গি, থ্রিপিস সহ বিভিন্ন গার্মেন্টস পন্য লুট করে আসছে। এছাড়া চোরাই তেলের ব্যবসার সাথেও বাবু জড়িত থাকার অভিযোগ রয়েছে।

জোরারগঞ্জ থানা জৈষ্ঠ উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম জানান, আমাদের কাছে খবর আসে চিনকী আস্তানা রেল ষ্টেশন এলাকায় গাড়ি থেকে পণ্য লুট করা হচ্ছে। সাথে সাথে ওসি তদন্ত হেলাল উদ্দিন ফারুকীর স্যারের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে উপস্থিতি টের পেয়ে লুটের সাথে জড়িতরা পালিয়ে যায়। এসময় মামলার ১ নং আসামী আনোয়ারুল আজিম বাবুর গোডাউন থেকে একটি কাভার্ডভ্যান (যার নং ঢাকা মেট্রো-ট ২০-৮৯০৯) উদ্ধার করে থানায় নিয়ে আসি। পরে গননা করে ৩৪৫টি কার্টুনে ১৫৬৭৫ পিস বেবি সুয়েটার (শীতের জামা) রয়েছে। উদ্ধারকৃত পন্যের মূল্য ৪৭ লাখ ২ হাজার ৫০০ টাকা। উদ্ধার হওয়ার কার্টুন গুলোর গায়ে ‘মাসিহাতা সুয়েটার, সাভার, ঢাকা’ লেখা লেভেল রয়েছে। পন্যগুলো কোন কোম্পানীর সেটি তদন্ত করে দেখা হচ্ছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here