মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে অসহায়, দুস্থ ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন করেরহাট ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মহিউদ্দিন মেম্বার। বৃহস্পতিবার (১৪ মে) কয়লা এলাকার প্রায় ১ হাজার মানুষের মাঝে এসব ইফতার সামগ্রী কিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি শাখাওয়াত উল্লাহ রিপন, যুগ্ম সম্পাদক এস এম আবুল হোসেন, করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শেখ সেলিম, উপজেলা আওয়ামীলীগের সদস্য নিজাম উদ্দিন, মহিউদ্দিন মেম্বার সহ নেতৃবৃন্দ।
মহিউদ্দিন মেম্বার বলেন, আমার ব্যক্তিগত উদ্যেগে এলাকার প্রায় ১ হাজার মানুষের মাঝে ইফতার সামগ্রী দিয়েছি। আমি সব সময় এলাকার মানুষের সুখে দুঃখে রয়েছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।