মিরসরাইয়ে আধিবাসীদের মাঝে আওয়ামীলীগ নেতা আফছার চৌধুরী উদ্যেগে চাল বিতরণ

227

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে আধিবাসীদের মাঝে চাল বিতরণ করেছেন মিরসরাই উপজেলা আওয়ামীলীগের সদস্য আফছার হোসেন চৌধুরী। মঙ্গলবার (১২ মে) সকালে উপজেলার করেরহাট ইউনিয়নের কয়লায় তাঁর নিজ বাড়িতে শতাধিক পরিবারের মাঝে এসব চাল বিতরণ করেন। এর আগে ওই এলাকার হতদরিদ্র, অসহায় ও সুবিধা বঞ্চিত প্রায় ৫শতাধিক পরিবারের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করেছেন তিনি।
এসময় ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক তপন ত্রিপুরা, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন চৌধুরী, দুলাল চৌধুরী, আবুল কাশেম, জাকির হোসেন সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আফছার হোসেন চৌধুরী বলেন, আমার এলাকায় অনেক আধিবাসী বসবাস করে। করোনা ভাইরাসের প্রভাবে তারা এখন কাজ কর্ম হারিয়ে মানবেতর জীবন যাপন করছেন। তাই আমার ক্ষুদ্র সামর্থ থেকে শতাধিক পরিবারের মাঝে চাল বিতরণ করেছি। এর আগে তিন ধাপে কয়লার এলাকার বিভিন্ন গ্রামের ৫ শতাধিক মানুষের মাঝে ইফতার সামগ্রী দিয়েছি।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here