
মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে গাছ থেকে ঝরে পড়া আম কুড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে নুসরাত জাহান নওরিন ( ৮) নামে এক স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার ( ১৬ মে) দুপুরে উপজেলার ১৬ নং সাহেরখালী ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের নজু ভূঁইয়া বাড়িতে এই ঘটনা ঘটে। নুসরাত ওই বাড়ির আনোয়ার হোসেনের মেয়ে। একইদিন বিকেলে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। সে ভূূঁইয়ার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে পড়তো।
নওরিনের চাচা নাছির উদ্দিন বলেন, আমার ভাতিজি মঙ্গলবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফিরে পাশ^বর্তি বাড়ির পুকুর পাড়ে আম কুড়াতে যান। এসময় পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে তার মর্মান্তিক মৃত্যু হয়। খবর পেয়ে হাসপাতালে নেওয়ার আগেই সে মারা যায়। আমার ভাইয়ের তিন সন্তানের মধ্যে নওরিন বড় ছিলো।
সাহেরখালী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য নাছির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এভাবে পানিতে ডুবে মেয়েটি মারা যাওয়া খুবই দুঃখজনক।
