৯ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুম। তাই এ সময়ে ইলিশ মাছ ধরা ও বিক্রি বন্ধে লিফলেট বিতরণ করেছে মিরসরাই উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। বুধবার মাছ বাজার ও খাবার হোটেল সহ উপজেলার বিভিন্ন স্থানের এই লিফলেট বিতরণ করা হয়।
জানা গেছে, আজ ৯ অক্টোবর থেকে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রজনন মৌসুম সংরক্ষণ অভিযান সরকার ঘোষণা করেছে। ঘোষিত সময়সীমার মধ্যে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ। এই আইন বাস্তবায়নে মৎস্য অধিদপ্তর উপজেলা প্রশাসন আইন অমান্যকারীর বিরুদ্ধে এক বছর থেকে সর্বোচ্চ দুই বছর সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অথবা উভয় দন্ডের বিধান রয়েছে।
এ ব্যাপারে মিরসরাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল ইসলাম চৌধুরী বলেন, জাতীয় মাছ ইলিশের প্রধান প্রজনন মওসুম হওয়ায় সারাদেশের মত মিরসরাই উপজেলায় ও ইলিশ মাছ ধরা ৯ অক্টোম্বর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত নিষেধ। একই সাথে ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, বিক্রয় ও মজুদও নিষিদ্ধ করা হয়েছে। এই জন্য আমরা উপজেলার প্রতিটি জেলেকে লিফলেট বিতরণ করে জানিয়ে দিচ্ছি।