মিরসরাইয়ে ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রশিণ কর্মসূচী সম্পন্ন

204

মিরসরাই প্রতিনিধি
ইসলামী ব্যাংক লিমিডেট মিরসরাই শাখার উদ্যোগে পল্লী উন্নয়ন প্রকল্পের কেন্দ্র প্রধান ও সহকারী কেন্দ্র প্রধানদের প্রশিণ কর্মসূচী সম্পন্ন হয়েছে। আদর্শ গ্রাম বাংলাদেশের প্রাণ, আদর্শ গ্রাম উন্নয়নে ইসলামী ব্যাংক এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (১৩ডিসেম্বর) সকাল ১১টায় মিরসরাই ইসলামী ব্যাংক শাখার হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ব্যাংকের চট্টগ্রাম উত্তর জোনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হেড অব জোন মুহাম্মদ নাইয়ান আজম।
ব্যাংকের মিরসরাই শাখার ফাস্ট এসিস্ট্যান্ট-ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যাবস্থাপক মো. হারুনুর রশিদের সভাপতিত্বে এবং প্রজেক্ট অফিসার মো. জাফর উল্লাহ’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জোনের ভাইস প্রেসিডেন্ট মো. জামশেদুর রহমান, মিরসরাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সি, পল্লী উন্নয়ন প্রকল্পের সফল বাস্তবায়নে কেন্দ্র প্রধান ও ডেপুটি কেন্দ্র প্রধানদের ভূমিকায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জোনের প্রিন্সিপাল অফিসার মো. শাহজালাল খান। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন, মিরসরাই শাখার ম্যানেজার অপারেশন্স মো. জাহেদ উদ্দিন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here