মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

204


মিরসরাই প্রতিনিধি


মিরসরাইয়ে ২৭০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার(১৮ জুলাই) দিবাগত রাত ১২টায় উপজেলার মিঠানালা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবক বামনসুন্দর এলাকার দীল মোহম্মদের ছেলে মো: শামসুদ্দিন (২৮)।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ্র দেবনাথ ও এসআই মো: আনোয়ার হোসেনের নেতৃত্বে মিরসরাই থানার পুলিশের একটি ফোর্স অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

মিরসরাই থানার পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ্র দেবনাথ বলেন,প্রাথমিক জিঞ্জাসাবাদে আসামি একজন মাদক ব্যবসায়ী বলে জানা গেছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদারতে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here