মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে এক ইউপি সদস্যের বিরুদ্ধে ঝাঁড়ু মিছিল করেছে বিক্ষুদ্ধ এলাকাবাসী। বৃহস্পতিবার (১৮ অক্টোবর) সকালে উপজেলার ধুম ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য ইকবাল হোসেনের বিরুদ্ধে এই মিছিল অনুষ্ঠিত হয়। তাঁর বিভিন্ন খারাপ কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে এলাকার লোকজন ঝাঁড়ু মিছিল বের করে।
জানা গেছে, গত বুধবার ইউপি সদস্য ইকবাল হোসেন ও সন্ত্রাসী মুরাদ উদ্দিন পিন্টু চাঁদা না দেয়ায় মোবারকঘোনা এলাকার কৃষক দাউদুল ইসলামের বাড়িতে হামলা করে।
ভূক্তভোগী দাউদুল ইসলাম অভিযোগ করেন, ইকবাল মেম্বার ও পিন্টু কোন কারণ ছাড়া আমার কাছে চাঁদা দাবী করে আসছে। গত মঙ্গলবার দুপুরে চাঁদার জন্য বাড়িতে এসেছিলো। চাঁদা না পেয়ে অকথ্য ভাষায় লাগাগাল করে চলে যায়। পুনরায় বুধবার সকালে বাড়িতে এসে চাঁদা দাবী করে। এসময় বাড়িতে ভাংচুর করে। বাঁধা দিলে আমার স্ত্রী ও বোনকে মারধর করে। এসময় আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে সন্ত্রাসী পিন্টুকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। এসময় ইকবাল মেম্বার দৌড়ে পালিয়ে যায়। তিনি আরো অভিযোগ করেন, ইকবাল মেম্বারের নেতৃত্বে ১ নং ওয়ার্ডে র্দীঘদিন ধরে মাদক ব্যবসা, চাঁদাবাজী ছিনতাইয়ের মতো ঘটনা ঘটেছে। কেউ তাদের বিরুদ্ধে মুখ খোলার সাহস পায়না। মোটর সাইকেল চুরির মামলায় পিন্টু দীর্ঘ সময় কারাভোগের পর জামিনে বের হয়ে পুনরায় বেপরোয়া হয়ে উঠেছে। তাই বৃহম্পতিবার এলাকার নারী ও শিশুরা তার কর্মকান্ডের প্রতিবাদ জানিয়ে ঝাঁড়ু মিছিল করেছে।
এই বিষয়ে ধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের মোঃ জাহাঙ্গীর ভূঁইয়া বলেন, ভূক্তভোগী দাউদুল ইসলাম বিষয়টি আমাকে অবহিত করেছেন। আটককৃত পিন্টু খুব খারাফ। তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। ভূক্তভোগী পরিবার ইকবাল মেম্বারের বিষয়টি আমাকে বলেনি। হয়তো আমার পরিষদের সদস্য হওয়ার কারণে এড়িয়ে গেছে। যে প্রকৃত অপরাধী তাকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে।
এম মাঈন উদ্দিন, মিরসরাই ০১৮১৫৫০০৭০৫।