মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে ৫নং ওচমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়েছে।শুক্রবার সন্ধ্যায় ওচমান পুর ইউনিয়নের আজমপুর বাজারে ইউনিয়নস্থ দলীয় কার্যালয়ে উদ্বোধন করেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একে এম জাহাঙ্গীর ভূঁইয়া।
এসময় দলীয় কার্যালয় উদ্বোধন শেষে আলোচনা সভায় ওচমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজ্বী মোঃ শাহ আলমের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন মুন্নার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একে এম জাহাঙ্গীর ভূঁইয়া,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাবুদ্দিন আক্রামী।এসময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বারইয়ারহাট পৌরসভার মেয়র ভিপি নিজাম উদ্দিন,মিরসরাই পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও মিরসরাই পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন,৫নং ওচমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাখাওয়াত উল্ল্যাহ রিপন,যুগ্ম-সাধারণ সম্পাদক এরাদুল হক নিজামী ভুট্টু,ধর্ম বিষয়ক সম্পাদক আশরাফ উল্ল্যাহ চৌধুরী,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আনিসুর রহমান,সদস্য মহিউদ্দিন নিজামী,সদস্য লিয়াকত,সদস্য রাহাত মোর্শেদ,ওচমানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন মিরাজ,ইউনিয়ন যুবলীগ সভাপতি জাহিদুল ইসলাম সোহাগ,সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার,উপজেলা ছাত্রলীগের যুগ্ন-আহ্বায়ক একরাম সোহেল,ওচমান ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মোঃ হাসান,যুগ্ন-আহ্বায়ক মঞ্জু,আব্দুল্লাহ মামুন,পলাশ,রানা সহ অন্যান্য আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।