মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে রবিউল হোসেন রনি (২৫) নামে এক ওয়ারেন্টভূক্ত আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার আবুতোরাব বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত রনি মঘাদিয়া ইউনিয়নের ভূঁইয়াতালুক এলাকার ওয়ারেত উল্লাহ প্রকাশ বাচনের ছেলে।
মিরসরাই থানার সহ-উপপরিদর্শক আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তারকৃত রনির বিরুদ্ধে একটি মামলায় ওয়ারেন্ট থাকায় শনিবার সন্ধ্যায় আবুতোরাব বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, রনিকে ২০১৭ সালের সেপ্টেম্বরে মাদকাসক্ত অবস্থায় আবুতোরাব বাজার থেকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হয়েছিল। পরে কারাগার থেকে জামিনে বের হয়েছে।