মিরসরাইয়ে করেরহাট-শুভপুর সড়ক সংস্কার করলেন আওয়ামী লীগ সভাপতি সুলতান জসীম

243

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে করেরহাট-শুভপুর ব্রীজ সড়কের সংস্কার কাজ করলেন করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিম। সংস্কারবিহীন শুভপুর ব্রীজ-করেরহাট সড়কটি চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে।
দীর্ঘদিন ধরে করেরহাট-শুভপুর ব্রীজ সড়কের বেহাল দশা বিরাজ করছে। নামমাত্র সড়ক ও জনপদ বিভাগ সংষ্কার করলেও তা টিকছেনা এক সপ্তাহও। সুলতান গিয়াস উদ্দিন জসিম সড়কের দীর্ঘ সময় সংস্কারবিহীনভাবে পড়ে থাকা ওই সড়কে ইতিপূর্বে ১৫ পিকআপ ইট ও ১০ পিকআপ বালি দিয়ে সড়কটি সংস্কার করিয়েছেন। প্রতিদিন ওই সড়কে শত শত যানবাহন চলাচল করে থাকে। ওই সড়ক দিয়ে করেরহাট হয়ে বিভিন্ন যানবাহন ছাগলনাইয়া, ফেনী, খাগড়াছড়ি ও ঢাকা চলাচল করে। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কের মধ্যে বড় বড় গর্তের সৃষ্টি হয়। গর্তে পড়ে বিকল হচ্ছে যানবাহন। স্থানীয়রা সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের বার বার অনুরোধ করেও সড়কটি সংস্কার করাতে পারেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here