নিজস্ব প্রতিনিধি
মিরসরাইয়ে করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁর নাম আজমল হোসেন (৬০)। তিনি উপজেলার ১০ নং মিঠানালা ইউনিয়নের সমুকাজির বাড়ির বাসিন্দা। শনিবার (৬ জুন) বেলা ১১ টার দিকে ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
আজমল হোসেনের আত্মীয় দেলোয়ার হোসেন লিটন বলেন, গত কয়েকদিন ধরে আমার আংকেলের জ্বর, সর্দি ও বুকে ব্যাথা ছিল। ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বেলা ১১টা দিকে তিনি মারা যান। তিনি ফেনী শহরে একটি দিয়াশলাই ফ্যাক্টরিতে চাকুরী করতেন। একইদিন বিকেলে জানাযা শেষে ওনার পারিবারিক কবরস্থানে মিরসরাইয়ের শেষ বিদায়ের বন্ধু সংগঠনের মিঠানালা ইউনিটের মাধ্যমে দাফন সম্পন্ন হয়েছে।