মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলা মুসলিম নিকাহ্ রেজিষ্ট্রার কল্যান সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (১৯ ডিসেম্বর) সমিতির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ গিয়াস উদ্দিন। সমিতির মিরসরাই উপজেলা সভাপতি কাজী মাওলানা মোঃ গোলাম কিবরিয়া হেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী মাওলানা মোঃ নুরুন্নবীর সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন কাজী সমিতির কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ও বৃহত্তর চট্টগ্রামের সভাপতি আলহাজ্ব কাজী মাওলানা মোঃ ইউসুফ আলী চৌধুরী। প্রধান আলোচক ছিলেন সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি আলহাজ্ব কাজী মাওলানা মোঃ সোলায়মান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর মুসলিম নিকাহ্ রেজিষ্ট্রার কল্যান সমিতির সভাপতি আলহাজ্ব কাজী মাওলানা মোঃ জামাল উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি আলহাজ্ব মাওলানা কাজী সাকের আহমদ, চট্টগ্রাম মহানগরের জেনারেল সেক্রেটারি আলহাজ্ব মাওলানা কাজী হাফিজ আহমদ মোরশেদ, চট্টগ্রাম দক্ষিণ জেলার জেনারেল সেক্রেটারি কাজী মাওলানা বদিউর রহমান বদি, সীতাকুন্ড কাজী সমিতির কাজী মাওলানা খায়রুল আলম।
সংবর্ধিতরা হলেন চট্টগ্রাম উত্তর জেলা মুসলিম নিকাহ্ রেজিষ্ট্রার কল্যান সমিতির সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব কাজী মাওলানা মোঃ হারুন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব কাজী মাওলানা মোঃ ইমাম উদ্দিন চৌধুরী, জেনারেল সেক্রেটারি একিউএম একরামুল হক চৌধুরী, ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক আলহাজ্ব কাজী মাওলানা মোঃ ওমর ফারুক, নির্বাহী সদস্য কাজী মাওলানা গোলাম কিবরিয়া, কাজী মাওলানা নুরুন্নবী, কাজী মাওলানা শাহাদাত হোসেন চৌধুরী মিনার। অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন কাজী মাওলানা আবু বক্কর।